মিথ্যা মামলা করায় বাদীর কারাদণ্ড

মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করায় বাদীকে ৭ দিনের কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত।

রোববারমেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ্‌র আদালত এই আদেশ দেন।

মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বেঞ্চ সহকারী মোছা. শেফালী খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে মারধর, প্রাণনাশের হুমকি দেয়াসহ কয়েকটি অভিযোগ এনে বাদী মো. হিফজ উদ্দিন একটি ফৌজদারি মামলা করেছিলেন। কিন্তু বিচার শেষে আদালতের কাছে স্পষ্ট হয় যে, বাদীর অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক। ফলে আদালত আসামিদের খালাস দিয়ে বাদীকেই ৭ দিনের কারাদণ্ড দেন। একইসঙ্গে বাদীকে ১০০০ টাকা জরিমানা দিতে আদেশ দেন আদালত।

আদালত তার আদেশে বলেন, আসামিদের বিরুদ্ধে মারধর বা প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হলেও বাদী কিংবা তার কোনো একজন সাক্ষী আদালতে এমন কোনো দেননি। এমনকি বাদী নিজেও বলেছেন যে, ২-৩ নম্বর আসামি ঘটনাস্থলেই ছিল না। জমি-জমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে আদালত অভিমত ব্যক্ত করেন।

ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারা অনুযায়ী মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করায় বাদীকে সাজা দিয়ে কারাগারে পাঠান আদালত।

এসএইচ-১৫/০৭/২২ (আঞ্চলিক ডেস্ক)