মে‌য়েজামাই হত্যায় শ্বশুরের যাবজ্জীবন

কিশোরগঞ্জে সৎমেয়ের স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে আবু বাক্কার (৬০) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বুধবার দুপুরে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সায়েদুর রহমান খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আবু বাক্কার শহরের পূর্ব তারাপাশা এলাকার মৃত ধনু মিয়ার ছেলে।

কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের ভারপ্রাপ্ত পাব‌লিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আবু সাঈদ ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, আবু ব‌াক্কা‌রের সৎমে‌য়ে শার‌মিন‌কে ধর্মান্তরিত হ‌য়ে বি‌য়ে ক‌রেন শহ‌রের ব‌ত্রিশ জেলা সরণী এলাকার মধুচন্দ্র ব‌ণিকের ছে‌লে উমর ফারুক। এর আগে তার নাম ছিল রুকন চন্দ্র ব‌ণিক। ‌বি‌য়ের পর কোনো অবস্থা‌য়ই এ সম্পর্ক মে‌নে নি‌তে পা‌রেন‌নি আবু বাক্কার।

এ বি‌রো‌ধের জে‌রে ২০১৯ সা‌লের ৩০ মে দুপু‌রে উমর ফারুক‌কে দা দি‌য়ে কু‌পি‌য়ে হত্যা ক‌রেন আবু বাক্কার। এ ঘটনায় একই দিন শার‌মিন আক্তার বাদী হ‌য়ে কি‌শোরগঞ্জ ম‌ডেল থানায় এক‌টি মামলা ক‌রেন। তদন্ত শে‌ষে ২০১৯ সা‌লের ১২ জুলাই আদাল‌তে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা এসআই অজিত কুমার সরকার।

আদাল‌তে দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শে‌ষে রায় দেয়া হয়। এ সময় দণ্ডপ্রাপ্ত আবু বাক্কার আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

রাষ্ট্রপ‌ক্ষে ভারপ্রাপ্ত পি‌পি অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম ও আসামিপ‌ক্ষে অ্যাডভোকেট ম‌নিরুজ্জামান বাচ্চু মামলা প‌রিচালনা ক‌রেন।

এসএইচ-১৫/১৭/২২ (আঞ্চলিক ডেস্ক)