ব্রাজিল-আর্জেন্টিনা সেতু

বিশ্বকাপ ফুটবল উন্মাদনার জোয়ারে পাল্টে যাচ্ছে সেতুর নামও। রাঙ্গামাটিতে ৩টি সেতুর পরিচিতি এখন ‘আর্জেন্টিনা সেতু’ এবং ‘ব্রাজিল সেতু’ নামে। প্রিয় দলের পতাকার রঙে এসব সেতু রাঙিয়েছেন সমর্থকরা। দূর দুরান্ত থেকে দেখতে আসছেন অনেকে।

রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার-ঝুলুক্যা পাড়া সংযোগ সেতুটির পরিচিতি এখন আর্জেন্টিনা সেতু হিসেবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত ‘ওয়াই’ আকৃতির সেতুটি আকাশি আর সাদা রঙে সাজিয়েছেন রাঙ্গামাটির ‘আর্জেন্টিনা’ সমর্থকরা।

এছাড়া আসামবস্তি-ব্রাহ্মণটিলার সংযোগ সেতুটিও এখন স্থানীয়দের কাছে আর্জেন্টিনা সেতু হিসেবে পরিচিত।

পিছিয়ে নেই ব্রাজিল সমর্থকরাও। রাঙ্গামাটি শহরের আসামবস্তি-খেপ্পোপাড়া এলাকায় সংযোগ সেতুটি একসময় ছিল লাল আর সাদা রঙের। কিন্তু দু’টি সেতু আর্জেন্টিনা দলের পতাকার রঙে হওয়ায়, ব্রাজিল সমর্থকদের দাবির মুখে এই সেতুটি হলুদ-সবুজ রঙে রাঙিয়ে দেয় রাঙ্গামাটি পৌরসভা। এখন এটিকে বলা হচ্ছে ‘ব্রাজিল’ সেতু।

বিশ্বকাপ ফুটবলে প্রিয় দলের নামে সেতুর পরিচিতিতে উচ্ছ্বসিত সমর্থকরা। রাঙ্গামাটিতে ব্রাজিল ও আর্জেন্টিনার বাইরে অন্যদলের সমর্থকও কম নয়। প্রিয় দলের নামে ও পতাকার রঙে সেতু চান তারাও।

সমর্থকদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন।

এসএইচ-১৭/১৯/২২ (আঞ্চলিক ডেস্ক)