উষ্ণতার অভাব পূরণে “ আমাদের বাঘা” ফেসবুক গ্রুপ

উত্তরের হিমালয় ছুয়ে আসা বাতাস জন জীবনে উষ্ণতার অভাব যখন চোখে পড়ার মত তখনই একদল মানবিক সৈনিক এর গড়ে তোলা রাজশাহী জেলাধীন বাঘা উপজেলার সবচেয়ে বড় ফেসবুক কমিউনিটি গ্রুপ “আমাদের বাঘা” প্রতিষ্ঠা যাদের মানবিকতার চর্চায় ৷
মানবিক ঐতিহ্য বজায় রেখে বিগত সময়ের মত শীতকালীন কম্বল বিতরণের কার্যক্রম পরিচালনা করেছে। মুষ্টি বদ্ধ হাত উঁচিয়ে একদল মানবিক মানুষের আত্মবিশ্বাসী স্লোগান যখন, “উৎসবে-দুর্যোগে নিঃশ্বাসে বিশ্বাসে,আমাদের বাঘা আপনার পাশে” দীপ্ত স্লোগানের উপর ভর করে চলা “আমাদের বাঘা” ফেসবুক গ্রুপ যখন হয়ে উঠে মানবিকতার বিশুদ্ধ কোমলপ্রাণ তখন  প্রতিবছরের মত এবারো উপজেলার ৭ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার প্রতিটিতেই কিছু প্রকৃত সুবিধা বঞ্চিত মানুষের মন শরীরে উষ্ণতা ছড়িয়ে দিতে হাতে ১ টি করে কম্বল তুলে দিয়েছেন।

“আমাদের বাঘা” ফেসবুক কমিউনিটি শুধু ফেসবুকে সীমাবদ্ধ না থেকে হয়ে উঠেছে সকল শ্রেণির মানুষের ভালোবাসার মিলন মেলা ৷ মানবিক পরিবারের সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, গ্রুপের শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ ও গ্রুপের পরিচালনা পর্ষদ সহ সকলের সহযোগিতা ও মনস্তাত্ত্বিক চিন্তাধারার ক্রমগতিতে পরিচালিত হয়৷

কম্বল বিতরণ-২০২৩ কার্যক্রমে গ্রুপের সিনিয়র এ্যাডমিন সুমন কুমার কর্মকার (সিনিয়র সহকারী জজ, চাঁপাইনবাবগঞ্জ), উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য ও পরিচালনা পর্ষদ এর সদস্যদের সাথে সার্বক্ষণিক আলোচনা করে সমন্বয় সাধন করেছেন।

অসীম মনের সাধনায় সীমিত সাধ্যের মধ্যেই ফেসবুক ভিত্তিক “আমাদের বাঘা” গ্রুপটি সারা বছর বিভিন্ন বিপদে-আপদে মানুষের পাশে থেকে  সুনাম ও খ্যাতি অর্জন করে হয়ে উঠেছে ভালোবাসার উর্বর ভূমি।

উবছে পড়া ভালোবাসা থেকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন এর কিশোরপুর গ্রামের এনামুল হক বলেন “বিগত বছরের চেয়ে এ বছর শীত অনেক বেশি পড়ছে এ শীতে কম্বল টি পেয়ে আমার খুব উপকার হলো, আমাদের মতো অসহায় মানুষদের জন্য যারা ভাবে তাদের আল্লাহ ভাল রাখুক”

গ্রুপের সিনিয়র এ্যাডমিন এস আর সাকিব রহমান জানায়, আমাদের বাঘা ফেসবুক গ্রুপ বিভিন্ন উৎসবে ফুড প্যাক বিতরণ, সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প, বিভিন্ন দূর্যোগের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়া, শীতে শীত বস্ত্র বিতরণ সহ নানা সামাজিক কাজকর্মের মাধ্যমে বাঘার অসহায় দুঃস্থ মানুষদের পাশে থাকার জন্য কাজ করে যাচ্ছে।

গ্রুপের অন্যতম সিনিয়র এ্যাডমিন মুঞ্জু হাসপাতাল এর পরিচালক মিঠুন কুমার কম্বল বিতরণ-২০২৩ কার্যক্রমে বিভিন্ন ভাবে শরীক হওয়া সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ও আমাদের বাঘা ফেসবুক কমিউনিটি পরিবারের পরিচালনা পর্ষদ এর সদস্যদের ধন্যবাদ জানান।

আমাদের বাঘা ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা এ্যাডমিন মীর রাসেল গ্রুপের উপদেষ্টা পরিষদের সদস্য, শুভানুধ্যায়ী ও পরিচালনা পর্ষদ এর সদস্যদের সাথে নিয়ে ভবিষ্যতেও এই কার্যক্রম চালু রাখার প্রত্যয় ব্যক্ত করেন।