কাপড় রং ব্যবহার করে ঘি তৈরি করার অপরাধে এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের নাসির ম্যানসনে চট্টলা ঘি কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অভিযানে দেখা যায় ডালডা, পামঅয়েল, কাপড়ের রং ব্যবহার করে গাওয়া ঘি, ভেজিটেবল ঘি, পায়েসের পাউডার তৈরি, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রি করছে। পরে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।
এ ছাড়া প্রতিষ্ঠানটির পরিচালককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
এআর-০৭/০৭/০২ (আঞ্চলিক ডেস্ক)