হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিবলু মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিকালে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
কনস্টেবল শিবলু মিয়া চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামের রমিজ উল্লার ছেলে। তিনি সিলেট পুলিশ লাইন্সে কর্মরত।
এর আগে সকালে ধর্ষণের শিকার তরুণী বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা করলে চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা তাকে গ্রেপ্তার করেন। এদিকে ধর্ষণের শিকার তরুণীকে পুলিশ হেফাজতে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি দুধপাতিল গ্রামের বাসিন্দা ও গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির একটি ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ করেন কনস্টেবল শিবলুর বিরুদ্ধে ওই ছাত্রী।
এ তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা।
এআর-০৩/২০/০২ (আঞ্চলিক ডেস্ক)