চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ৯৭ বোতল ফেনসিডিলসহ আটক হয়েছেন মো. শাহিন ভূঁইয়া (২০) নামের এক যুবক।
সোমবার বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শাহীনের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার কয়রাপুর গ্রামে। চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের উপপরিদর্শক বাপন সেনের নেতৃত্বে গঠিত রেডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহীনকে ৯৭ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাঁর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা হয়েছে।’
এআর-০১/১৪/০১ (আঞ্চলিক ডেস্ক)