কানে হেডফোন লাগিয়ে রেল ক্রসিং পার হবার সময় ট্রেনে কাটা পড়ে রাউজানের খোন্দকার সালাউদ্দিন রাজু (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পাহাড়তলী সিলভার ফুডের অফিস অ্যাকাউন্ট্যান্ট পদে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার সকালে নগরীর ঝাউতলা রেল ক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনার শিকার হন তিনি। নিহত রাজু রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্তা মোহাম্মদ জামান খোন্দকার বাড়ির হাবিব উল্লাহ সওদাগরের ছেলে।
নিহতের প্রতিবেশী চাচা ইউপির প্যানেল চেয়ারম্যান মো. মোদাচ্ছের হায়দার বলেন, ‘রাজু চাকরি সূত্রে শহরে থাকতেন। পরিবারের অন্য সদস্যরা গ্রামের বাড়িতে থাকেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে তিনি বাসা থেকে নগরীর পাহাড়তলীর কর্মস্থলে যাচ্ছিলেন।’
তিনি আরো বলেন, ‘ঝাউতলা রেল ক্রসিংয়ের পাশে একটি সিএনজি অটোরিকশা বদল করে আরেকটি সিএনজিতে ওঠার জন্য হেঁটে রেলের রাস্তা পার হচ্ছিলেন তিনি। তার কানে হেডফোন ছিল। এ সময় ট্রেন আসার শব্দ শুনতে না পেয়ে ট্রেনে কাটা পড়েন রাজু। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
এআর-১৭/০৬/০৪ (আঞ্চলিক ডেস্ক)