পদ্মা সেতু পারি দেওয়ার সময় নিয়মভঙ্গ করায় ২৩ মোটরসাইকেল চালককে ৭১ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক বিভাগ।
রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ জরিমানা করা হয়।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (পদ্মা সেতু সাইট অফিস) আমিরুল হায়দার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সড়ক পরিবহন আইনে মহাসড়কের জন্য আরোপিত বিভিন্ন নিয়মভঙ্গ, যেমন- লেন পরিবর্তন, অবৈধ স্থানে পার্কিং ও দাঁড়িয়ে সেলফি তোলা ইত্যাদির জন্য ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) বজলুর রহমান বলেন, ‘নিয়মভঙ্গ করার দায়ে ২২ মোটরসাইকেল চালককে ৩ হাজার টাকা করে ও এক চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।’
রোববার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পদ্মা সেতুতে মোট ৫ হাজার ৫৬৯টি মোটরসাইকেল পারাপার হয়েছে।
অতিরিক্ত পরিচালক (পদ্মা সেতু সাইট অফিস) আমিরুল হায়দার চৌধুরী জানান, জাজিরা প্রান্ত দিয়ে এক হাজার ৪৫৪টি ও মাওয়া প্রান্ত দিয়ে ৪ হাজার ১১৫টি মোটরসাইকেল পদ্মা সেতু পার হয়েছে। এ ছাড়া, ওই একই সময়ে পদ্মা সেতুতে সবধরনের মোট যানবাহন পার হয়েছে ১৩ হাজার ১৯৪টি। মোট টোল সংগৃহীত হয়েছে এক কোটি ৬ লাখ ৮৩ হাজার ৫৫০ টাকা।
এসএইচ/এআর-১৩/২৩/২৩ (আঞ্চলিক ডেস্ক)