যশোরের কেশবপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের উপজেলার বুজতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার বেদগ্রামের জাহাঙ্গীর জোয়ারদার (৪০) ও তার ছেলে মোস্তাইন (১৭) এবং একই উপজেলার মলঙ্গী এলাকার আব্দুস সাত্তারের ছেলে গোলাম মোস্তফা (২২)।
প্রত্যক্ষদর্শী কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায় বলেন, সোমবার সন্ধ্যার পর দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিসকর্মীরা মৃতদেহ উদ্ধার করেন।
কেশবপুর থানার ওসি মফিজুর রহমান দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এআর-১০/০১/০৫ (আঞ্চলিক ডেস্ক)