ভাতিজার লাঠির আঘাতে প্রাণ গেল চাচার

নোয়াখালীর চাটখিলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে আবুল বাশার (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩ মে) বেলা সাড়ে ১১টায় পরোকোট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম শোশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল বাশার উপজেলার ৩ নম্বর পরকোট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম শোশালিয়া গ্রামের দেওয়ান বাড়ির মৃত মনসুর আহমেদ এর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। অভিযুক্ত রেদওয়ান রাফি (১৭) তার ভাই ফয়েজ আহমেদের ছেলে।

নিহত আবুল বাশারের ভাতিজা জহিরুল ইসলাম অভিযোগ করে বলেন, আবুল বাশারের সঙ্গে দীর্ঘদিন ধরে নিহতের চাচাতো ভাই ফয়েজ আহমেদের জমি সংক্রান্ত বিরোধ ছিল। এর জের ধরে বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে তার উপর ফয়েজ আহমেদের ছেলে রেদওয়ান রাফির নেতৃত্বে ইয়াকুব, ইয়াসিনসহ একদল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে আবুল বাশার গুরুতর আহত হন।

জহিরুল ইসলাম আরও বলেন, আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর সাড়ে বারোটার দিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এআর-০১/০৩/০৫ (আঞ্চলিক ডেস্ক)