পূর্বশত্রুতার জের ধরে কুমিল্লার চৌদ্দগ্রামে মা ও ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে।
মঙ্গলবার মধ্যরাতে চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন- একই এলাকার নিপা আক্তার (২৭) ও তার ছেলে আলী আহসান মুজাহিদ (০৮)। নিপা আক্তারের স্বামী আনোয়ার হোসেন দুবাই প্রবাসী।
নিহত নিপা আক্তারের বাবা জালাল আহমেদের অভিযোগ, আনোয়ার হোসেনের সঙ্গে তার ভাই মীর হোসেনের সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ (২২) মা ও ছেলেকে হত্যা করেছেন।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মা-ছেলের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ হত্যাকাণ্ডে শুভ নামে এক যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এসএইচ-০৬/০৫/২৩ (আঞ্চলিক ডেস্ক)