সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘বিএনপির আমলে বিদ্যুৎ নিয়ে দুর্নীতি হয়েছে। সে সময়ে দিনে ১৭ / ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকত না। আর বর্তমান সরকার বিদ্যুতে অভূতপূর্ব উন্নয়ন করেছে। লোডশেডিং কী, এখন গ্রামের মানুষ জানেই না।’
বুধবার লালমনিরহাটের আদিতমারীতে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বিনা মূল্যে দুধ পান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার ভালোবাসা নিয়ে দেশ চালাতে চান। কখনো মিথ্যা কথা বা মিথ্যা আশ্বাস দিয়ে তিনি ক্ষমতায় থাকতে চাননি। তবুও বিভিন্ন মহল চক্রান্ত করেই যাচ্ছে। তাদের সেই চক্রান্ত দেশের মানুষ প্রতিহত করবে। প্রধানমন্ত্রী সফলভাবে দেশ পরিচালনা করবেনই।’
নুরুজ্জামান আহমেদ আরও বলেন, ‘জিয়াউর রহমান নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করলেও ক্ষমতায় থেকে বিচারের নামে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন। এরশাদের আমলেও মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানের সহিত বীর নিবাস তৈরি করেছেন। তাদের ছেলে–মেয়েদের চাকরির ব্যবস্থা করেছেন।’
এআর-০৭/১২/০৭ (আঞ্চলিক ডেস্ক)