বাবার আবদার মেটাতে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন দুই ভাই

পাঁচ বছর আগে সৌদি আরব পাড়ি জমান দুই ভাই শাওন ও শুভ। যাওয়ার সময় তাঁদের বাবা এক অদ্ভুত আবদার করে বসেন। বাড়ি ফেরার সময় শাওন-শুভ যেন হেলিকপ্টারে করে ফেরে।

বাবার সেই ইচ্ছা পূরণ করতে পাঁচ বছর পর ঠিকই হেলিকপ্টারে করে বাড়ি ফিরেছেন বড় ভাই শাওন ও ছোট ভাই শুভ। তাঁদের দেখে যারপণাই খুশি হয়েছেন বাবা বাবুল মিয়া।

বৃহস্পতিবার বিকেলে নেত্রকোণার বারহাট্রার সিংধা ইউনিয়নের আশিয়াল গ্রামে প্রবাসী এই দুই ভাই এসে নামেন হেলিকপ্টারে করে। তাঁদের ঘিরে জড়ো হন গ্রামবাসী। হেলিকপ্টার থেকে নামতেই দুই ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

বাবা বাবুল মিয়া জানান, তাঁর দুই ছেলে ৫ বছর আগে কাজের উদ্দেশে সৌদি আরব যায়। সেখান থেকেই বৃহস্পতিবার ঢাকায় ফিরে। পরে তাঁরা হেলিকপ্টার ভাড়া করে সরাসরি গ্রামের বাড়িতে চলে আসে।

সৌদিতে ১৫ বছর থাকার পর দেশে এসে দুই ছেলেকে পাঠান জানিয়ে বাবুল মিয়া বলেন, ‘আমার একটা ইচ্ছা ছিল, ছেলেরা যখন বাড়িতে ফিরবে তখন তারা হেলিকপ্টারে চড়ে আসবে। আজ সেই আশা পূরণ হলো।’

ছেলে শাওন বলেন, ‘অনেকদিন পর গ্রামে ফিরে দারুণ আনন্দ লাগছে। বাবার স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে যেন বাড়ি আসি। বাবার সেই আশা পূর্ণ করলাম।’

বাড়ি ফিরে খুশির অনুভূতির কথা জানালেন শুভ। তিনি বলেন, ‘এতদিন পরে ফিরেছি, পরিবার, স্বজনসহ বন্ধুবান্ধবদের কাছে পেয়েছি। সে আনন্দ বলে বুঝাবার নয়।

এসএইচ-০৮/১৩/২৩ (আঞ্চলিক ডেস্ক)