রাজবাড়ী কালুখালীর সাওরাইলে জান্নাতি বেগম (২২) নামে এক নারীর কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেলে সাওরাইল ইউনিয়নের বড়পাতুরিয়া গ্রামের একটি পাটক্ষেত থেকে ওই নারীর কঙ্কাল উদ্ধার করে কালুখালী থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, স্বামী পরিত্যক্তা এ নারী ঈদের কয়েক দিন পর থেকে নিখোঁজ ছিলেন। পাটক্ষেতে কঙ্কাল দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে।
ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, পাটক্ষেত থেকে এক নারীর কঙ্কাল উদ্ধার করা হয়েছে। নিহতের জামাকাপড় দেখে তার পরিবার ধারণা করছে কঙ্কালটি জান্নাতির।
তারপরও নিশ্চিত হবার জন্য ডিএনএ টেস্টের জন্য পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।
এসএইচ-০৯/১৭/২৩ (আঞ্চলিক ডেস্ক)