গণমাধ্যমে বিদেশিদের মন্তব্য অতি প্রচারের কারণেই দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পায়, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার দুপুরে সিলেটের শিল্পকলা একাডেমিতে সম্মাননা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন মারা গেলেও তা নিয়ে একটা দেশও মন্তব্য করেনি।
কিন্তু বাংলাদেশে কিছু হলে সাথে সাথে বিদেশিরা চিৎকার শুরু করে।
এটা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। বাংলাদেশ দরিদ্র রাষ্ট্র বলেই তারা এসব করে।
দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এসএইচ-০৪/২১/২৩ (আঞ্চলিক ডেস্ক)