আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, “আমরা ঝগড়া-বিবাদের মধ্যে নেই। আমরা চাই সবাই নির্বাচনে আসুক। সুষ্ঠু ও সুন্দরভাবে মানুষ ভোট দিক। কাজেই নির্বাচন হবেই, আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই। নির্বাচনকে ঘিরে কেউ অশান্তি সৃষ্টি করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করা হবে।”

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে বঙ্গবন্ধু মডেল গ্রামের উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিএনপি নির্বাচনকে সামনে রেখে দাঙ্গা-হাঙ্গামা লাগাতে চায়। তারা চায় কেউ এসে তাদের ক্ষমতা দিয়ে দেবে আর তারা দেশকে লুট করবে। এ সুযোগ আর পাবে না। দাঙ্গা-হাঙ্গামা করে ক্ষমতায় আসা যাবে না।”

‘বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা’ শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় ডুংরিয়ার ৮৭ জন উপকারভোগীকে ৭৮ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

 
এআর-০৩/০১/০৮ (আঞ্চলিক ডেস্ক)