পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্ট অভিযানে গেছেন বানিয়াচংয়ের সালমা সুলতানা চৈতী। গত রোববার তিনি নেপালের বেস ক্যাম্প থেকে তার এই দুঃসাহসিক অভিযান শুরু করেন।
পেশায় ব্যাংকার চৈতীর বাড়ি বানিয়াচং উপজেলা সদরের দেওয়ান দিঘির পূর্বপাড় গ্রামে। তিনি অবসরপ্রাপ্ত উপ-সচিব ড. শেখ ফজলে এলাহী (বাচ্চু) এবং চিকিৎসক মোতাহারার মেয়ে।
গত সোমবার (৯ অক্টোবর) রাতে নেটওয়ার্ক থাকা পর্যন্ত পর্বতারোহী চৈতী তাঁর চাচা হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ ফরহাদ এলাহীকে (সেতু) এভারেস্টের ১১ হাজার ২৮৬ ফুট উচ্চতায় অবস্থান করার কথা জানান।
উল্লেখ্য, ইতোপূর্বে ২০১০ সালে বানিয়াচং উপজেলার তোপখানা গ্রামের মৃত আব্দুল খালেক খানের ছেলে বাসদ নেতা কমরেড ফখরুদ্দিন খান জাবেদ এভারেস্ট অভিযানে গিয়ে সাড়ে ২২ হাজার ফুট উচ্চতায় পর্যন্ত আরোহণ করতে সক্ষম হয়েছিলেন।
শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় এর বেশি উপরে উঠতে পারেনি তিনি। উল্লেখ্য, এভারেস্ট পর্বতের উচ্চতা ২৯ হাজার ২৯ ফুট।
এসএইচ-০৪/১২/২৩ (আঞ্চলিক ডেস্ক)