সিলেটে বিএনপি-জামায়াতের অবরোধে দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যের শটগানের ‘মিস ফায়ারে’ আহত হয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা। তবে তাঁর আঘাত গুরুতর নয় এবং তিনি তাঁর দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার সিলেট-ঢাকা মহাসড়কের সাতমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়ক এলাকায় দায়িত্ব পালন করছিলেন মো. শামসুদ্দোহাসহ পুলিশ সদস্যরা।
সকাল সাড়ে ১০টার দিকে সাতমাইল এলাকায় বিএনপির অবরোধ কর্মসূচি সমর্থনকারীরা যানবাহন আটকে ভাঙচুরের চেষ্টা করছেন বলে খবর পেয়ে সেদিকে শামসুদ্দোহাসহ অন্যরা যাচ্ছিলেন। এ সময় ধাওয়া করতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের শটগান থেকে অসাবধানতাবশত ‘মিস ফায়ার’ হয়। এতে শামসুদ্দোহার হাতে কিছুটা জখম হয়। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, তেমন কিছু হয়নি। সামান্য আহত হয়েছেন। এক পুলিশ কনস্টেবলের শটগান থেকে অসাবধানতাবশত মিস ফায়ারে হাতে কিছুটা আঘাত লেগেছে। এতে তিনি সামান্য আহত হয়েছেন। তিনি সুস্থ আছেন এবং দায়িত্ব পালন করছেন।
ওসি মো. শামসুদ্দোহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দায়িত্ব পালন করছেন বলে জানান।
এসএইচ-০৪/৩১/২৩ (আঞ্চলিক ডেস্ক)