আওয়ামী লীগের শান্তি সমাবেশে সংঘর্ষ

নোয়াখালীর সেনবাগে আয়োজিত আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে দলটির দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে সেনবাগের ছমিরমুন্সিরহাট বাজারে সমাবেশ চলাকালে অতিথিদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ছমিরমুন্সিরহাট বাজারে শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করা হয়। সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকেন দলের নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১টায় শুরু হয় সভার কার্যক্রম।

দুপুর ১২টার দিকে সভাস্থলে প্রবেশের সময় দফায় দফায় আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে মূল মঞ্চের সামনে দাঁড়ানো নিয়ে সংসদ সদস্য (এমপি) ও অতিথিদের সামনে আবার কয়েক দফায় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়। পরে মঞ্চে থাকা নেতারা তাদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় চিত্র ধারণ করতে গেলে কয়েকজন সংবাদকর্মীর সঙ্গেও তারা অশালিন আচারণ করেন।

সমাবেশে কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমরিুল ইসলাম মোহনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় বক্তব্য দেন নোয়াখালী-২ (সেনবাগ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবিরসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক বলেন, ‘সভার মঞ্চের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা সমাধান করে দিয়েছি। এছাড়া সুন্দরভাবে আমাদের সমাবেশ শেষ হয়েছে।’

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, বিচ্ছিন্নভাবে সমাবেশে আসা কিছু কর্মী-সমর্থক নিজেরা নিজেদের সাথে হাতাহাতি করেছে। পরে তাদের নেতারা তাদের সামলে নিয়েছে।’

এসএইচ-০৭/১৩/২৩ (আঞ্চলিক ডেস্ক)