দুইটি অভ্যাস গড়ুন, অর্ধেকের বেশি গুনাহ থেকে বেঁচে থাকুন

দুইটি অভ্যাস গড়ুন

জীবন চলার পথে পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে ভেবেচিন্তে কথা বলতে হবে। প্রতিটি কথারই কোনো না কোনো প্রভাব রয়েছে। অবস্থার পরিপ্রেক্ষিতে সেই প্রভাবের ফল ইতিবাচক কিংবা নেতিবাচক হতে পারে। আর এসব প্রভাবের ফল নিকট ভবিষ্যতে আসতে পারে বা সুদূর প্রসারীও হতে পারে। কথাবার্তার ক্ষেত্রে দুইটি বিষয়কে অভ্যাস হিসেবে রপ্ত করতে পারলে অর্ধেকের বেশি গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা সম্ভব। সেগুলো হলো-

১। প্রয়োজন ব্যতীত তৃতীয় ব্যক্তিকে নিয়ে কোনো কথা না বলা

তৃতীয় ব্যক্তিকে নিয়ে ভালমন্দ কোনো কথাই না বলা। কথা যতো কম হবে গীবত ততো কম হবে। আর যার ভিতর গীবত কম, তার অন্তরে মুসলিমদের প্রতি হিংসা-বিদ্বেষ স্থান নিতে পারে না।

২। প্রতিটি কথা উচ্চারণের আগে একটু ভেবে নেয়া-‘এই কথা বলার দ্বারা আমার দ্বীনি অথবা দুনিয়াবি ফায়দা কী?’

অহেতুক কথা অন্তরকে শক্ত করে দেয়। তাই কথা হিসেব করে বলার অভ্যাস গড়তে পারলে জবানের ওপর লাগাম পড়বে। পাশাপাশি সর্বক্ষণ মোরাকাবার দরুন আল্লাহর জিকিরের সাওয়াবও পাওয়া যাবে।

আরএম-০৩/০৮/১২ (ধর্ম ডেস্ক)