বিতর নামাজের পর তাহাজ্জুদ পড়া যাবে কি?

বিতর নামাজের

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মতিউল ইসলাম।

আপনার জিজ্ঞাসার ২২১৫তম পর্বে বিতর সালাতের পর তাহাজ্জুদের সালাত পড়া যাবে কি না সে বিষয়ে জামালপুর থেকে ই-মেইলে জানতে চেয়েছেন মোকতাদির ইসলাম। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন: বিতর সালাতের পর তাহাজ্জুদের সালাত পড়া যাবে কি?

উত্তর: জ্বি যাবে। তবে উত্তম হলো রাতের নামাজকে বেজোড় করে দেওয়া। কিন্তু কোনো ব্যক্তি যদি এশার সালাতের সাথে সালাতুল বিতর আদায় করে নেওয়ার পর আবার যদি রাত জেগে থাকেন, তাহলে তিনি আবার তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন। সেক্ষেত্রে বিতর দ্বিতীয়বার আর পড়তে হবে না। তবে উত্তম হলো তিনি যদি নিশ্চিত থাকেন যে, আমি ইনশা আল্লাহ শেষ রাতে নামাজ পড়ার জন্য উঠব, তাহলে নামাজকে বিতর দিয়ে বেজোড় করা। আর যদি যদি এশার সালাতের সাথে বিতর পড়ে থাকেন, তারপরও তাহাজ্জুদ পড়তে পারবেন, অসুবিধা নেই।

আরএম-১৯/১১/১২ (ধর্ম ডেস্ক)