নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শক-শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়।
অনুষ্ঠানটির ২১৮৬তম পর্বে দর্শক-শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ। এই পর্বে খাগড়াছড়ি থেকে মো: মিজানুর রহমান নামে একজন দর্শক ই-মেইলে পুরুষের পায়ের টাখনুর নিচের কাপড় ভাঁজ করে নামাজ পড়লে কি নামাজ হবে না, সে সম্পর্কে জানতে চেয়েছেন।
প্রশ্ন: আমি বাংলাদেশের একজন বিখ্যাত শায়খের ওয়াজে শুনেছি, ‘পুরুষের পায়ের টাখনুর নিচের কাপড় ভাঁজ করে নামাজ পড়লে নাকি নামাজ হয় না’-এটা কতটুকু সত্য?
উত্তর: না, এই বক্তব্য শুদ্ধ নয়। যদি কোনো শায়খ এমন বক্তব্য দিয়ে থাকেন, তাহলে তিনি না জেনেই এই বক্তব্য দিয়েছেন। এটি সঠিক নয়।
যদি তিনি কাপড় পরেন এবং সেটি ভাঁজ করে নামাজ পড়েন, তাহলে তার নামাজ হয়ে যাবে। এখানে নামাজ না হওয়ার কোনো কারণ নেই। নামাজ হবে না, এ কথা কোনো আলেম বলেননি।
আরএম-১৬/১৫/১২ (ধর্ম ডেস্ক)