বায়তুল মোকাদ্দাসে নামাজের গুরুত্ব

পবিত্র কুরআনে পবিত্র স্থান হিসেবে মক্কার মসজিদে হারামের কথা বলা হয়েছে। এরপরই মসজিদে আকসা’কে গুরুত্ব দেওয়া হয়েছে। এখান থেকেই হযরত মুহাম্মদ (সা.) মেরাজের রাতে উর্ধ্বাকাশে গমন করেছিলেন। পবিত্র কুরআনে সূরা ইসরার প্রথম আয়াতে বলা হয়েছে-

১। ‘পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাঁকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল।’

২। তিনটি পবিত্রতম মসজিদের মধ্যে মসজিদে আকসা অন্যতম। হযরত মুহাম্মদ (সা.) মসজিদে আকসায় ভ্রমণের জন্য মুসলমানদের উৎসাহিত করেছেন। রাসূল (সা.) বলেছেন,‘তিনটি মসজিদ ছাড়া আর কোথাও জিয়ারতের উদ্দেশ্যে ভ্রমণ করো না। মসজিদ তিনটি হলো মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসা।’ (সহীহ বুখারী)

আরএম-০৪/১৮/১২ (ধর্ম ডেস্ক)