মৃত ব্যক্তিকে দাফন করার পর যে দোয়া করবেন

মৃত ব্যক্তিকে দাফন

মানুষের জন্য তিনটি কাজ তাড়াতাড়ি করা আবশ্যক। মৃতব্যক্তির দাফন-কাফন এ তিনটির একটি। যদি কোনো মানুষ মারা যায়, বিলম্ব না করে যত দ্রুত সম্ভব দাফন-কাফন করা জরুরি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘দাফনের পর মৃতব্যক্তির জন্য দোয়া করা আবশ্যক।

হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মৃতব্যক্তিকে দাফন করে অবসর হতেন তখন বলতেন, তোমরা তোমাদের (মৃত) ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা কর; তোমরা তার জন্য কবরে স্থায়িত্ব চাও (সে যেন ফেরেশতাদের পশ্নের উত্তর দিতে পারে) এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। (আবু দাউদ, মিশকাত)

اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَ ثَبَّتْهُ

উচ্চারণ : আল্লাহুম্মাগফির লাহু ওয়া ছাব্বাতহু।’

অর্থ : হে আল্লাহ! তুমি এ মৃতব্যক্তিকে ক্ষমা কর ও তাঁকে দৃঢ়পদ রাখ।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মৃত আত্মীয়-স্বজনসহ সব মৃতব্যক্তির দাফনের পর পর তাদের জন্য দোয়া করার তাওফিক দান করুন। আমিন।

আরএম-২১/১০/০২ (ধর্ম ডেস্ক)