মুর্দার গোসলের সময় কোন স্থানগুলো দেখা নিষেধ?

মুর্দার গোসলের

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় উপস্থাপনায় দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

প্রশ্ন: মৃতদের গোসল দেওয়ার সময় কোন স্থানগুলো দেখা বা স্পর্শ করা নিষেধ?

উত্তর: মৃত ব্যক্তির লজ্জা স্থানগুলো স্পর্শ করা যাবে না এবং সেগুলোর ওপর কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এটা সম্মান ও সৌজন্যতার জন্য। দুঃখজনক ব্যাপার হলো, অনেকে মৃত ব্যক্তির কাপড় একেবারেই খুলে ফেলে, খোলা ময়দানে অনেক লোক একত্রিত করে গোসল দেয়। এই কাজগুলো করা একেবারেই উচিত নয়।

লজ্জাস্থান কাপড় দিয়ে ঢেকে তারপর গোসল দিতে হবে। কারণ, তাঁর এই সম্মনটুকু জীবিত আবস্থায় যেমন ছিল মৃত আবস্থায়ও তাঁর এই সম্মান যথার্থ থাকবে।

আরএম-০৫/১৩/০৩ (ধর্ম ডেস্ক)