বাসা বা অফিসে জামাতের নামাজে কি আজান দেয়া লাগবে?

বাসা বা অফিসে

প্রশ্ন: অনেক সময় বাসা বা অফিসে আমরা নামাজের জামাত করি, মসজিদের বাইরে এ জামাতে কি আজান-ইকামত দিতে হবে?

উত্তর: মসজিদ ছাড়া অন্য কোথাও জামাতে নামাজ আদায় করলে মসজিদের আজান যদি সেখানে শোনা যায় তবে মসজিদের আজানই যথেষ্ট।

আলাদা আজান দেয়া লাগবে না। তবে জামাতে নামাজের জন্য ইকামত দিতে হবে।

মুসলিম শরিফের ৫৩৪নং হাদিসে বর্ণিত হয়েছে, হজরত আসওয়াদ ও আলকামা রহ থেকে বর্ণিত, তারা বলেন, আমরা হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) এর ঘরে এলাম।

তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের পেছনের লোকজন কি নামাজ আদায় করেছে? আমরা বললাম, না। তিনি বললেন, তাহলে দাঁড়াও, নামাজ আদায় কর। তখন তিনি আমাদেরকে আজান ও ইকামতের নির্দেশ দেননি।

এতে বোঝা গেল, ঘরে বা অন্য কোথায়ও জামাতে নামাজ আদায় করলে আজান দেয়া লাগে না। ইকামত দিতে হয়। তবে যেখানে মসজিদের আজান শোনা যায় না সেখানে আজান দেয়াটাই উত্তম।

আরএম-১১/২৩/০৩ (ধর্ম ডেস্ক)