নামাজে সিজদার আয়াত পড়লে তা কি পরে আদায় করা যাবে?

নামাজে সিজদার

প্রশ্ন: নামাজে সিজদার আয়াত তেলাওয়াত করলে তা কি আলাদা সিজদার মাধ্যমে আদায় করতে হয়, না রুকুতে সিজদার আয়াতের নিয়ত করে নিলে সিজদা আদায় হয়ে যায়?

উত্তর: হজরত মুজাহিদ রহ. থেকে এ বিষয়ে মুসান্নাফে ইবনে আবী শাইবায় একটি বর্ণনা রয়েছে, তিনি নামাজে সুরা বনী ইসরাইলের (শেষের) সিজদার আয়াত ও পরবর্তী দুই আয়াত পড়ে রুকুতে চলে যেতেন।

এতে বোঝা গেল, সাধারণ নিয়ম হলো, সিজদার আয়াত তেলাওয়াতের পর আলাদা আলাদা সিজদা করে তা আদায় করা।

তবে সিজদার আয়াত তেলাওয়াত করার পর সঙ্গে সঙ্গে রুকুতে চলে গেলে বা সর্বোচ্চ দুই আয়াত পাঠ করে রুকুতে গেলে রুকুর মাধ্যমে তেলাওয়াতে সিজদা আদায় হয়ে যাবে।

আলাদা সিজদা করতে হবে না। তবে এর চেয়ে বেশি হলে আলাদা সিজদার মাধ্যমেই তেলাওয়াতে সিজদা আদায় করতে হবে।

আরএম-১৩/২৬/০৩ (ধর্ম ডেস্ক)