জ্বীন কি আসলেই মানুষের উপর ভর করে? ইসলাম কি বলে

জ্বীন কি আসলেই

মানুষের উপর জ্বীন ভর করা নিয়ে কমবেশি আমরা সবাই কৌতুহলী। অনেকে এ কথা বিজ্ঞানসম্মত নয় বলে বিশ্বাস করেনা। আরবী ভাষায় এ ভর করাকে “সাহর” বলে। এটি এমন একটি অবস্থা যখন মানুষ অস্বাভাবিক আচরণ করতে থাকে এবং ভীতিকর পরিবেশের সৃষ্টি করে। সে মানসিক ভারসাম্য হারায় ও তার নিজের উপর কোন নিয়ন্ত্রণ থাকেনা।

আল কুরআন ও হাদীসের মাধ্যমে সাহর করার বিষয়টাকে সত্য বলে প্রমান করা হয়েছে।

আল্লাহ পাক সুরা বাকারাতে বলেন, “যারা সুদ খায়, তারা কিয়ামতে দন্ডায়মান হবে, যেভাবে দন্ডায়মান হয় ঐ ব্যক্তি, যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়।”

হাদীস সহ ওলামায়ে কারাম শয়তান দ্বারা খারাপ জ্বীন যারা মানুষের ক্ষতি করে তাদেরকেও এর মধ্যে অন্তভুর্ক্ত করেছেন।

রাসূল (সাঃ) বলেন, “শয়তান আদম সন্তানের শরীরে প্রবাহিত হয়, যেমন রক্ত শরীরে প্রবাহিত।” তার মানে শয়তান বা জ্বীন চাইলে মানুষের শরীরের রক্ত-মাংসের সাথে মিশে যেতে পারে এ কথা তারই ইঙ্গিত দিচ্ছে।

রাসূল (সাঃ) একবার এক জ্বীনে আক্রান্ত অসুস্থ বালকের সন্ধান পেয়ছিলো। তিনি ছেলেটির দিকে ফিরে জোরে জোরে বললেন- “ হে আল্লাহর শত্রু, বের হয়ে আসো।” এভাবে বলার পর ছেলেটি সুস্থ হয়ে যায়। (সুনানে ইবনে মাজাহ, ৩৫৪৮)

তাছাড়া হাদীসে এরকম অনেক তথ্য আছে যেখানে রাসূল (সাঃ) সাহর করা অনেক রোগীকে নিজে হাতে সুস্থ করেছেন। তাছাড়া কুরআনে আল্লাহ জ্বীনের অস্তিত্বের বিষয়কে নিশ্চিত করেছেন।

আরএম-০৪/৩০/০৩ (ধর্ম ডেস্ক)