নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৭৩১তম পর্বে ই-মেইলে মৃত ব্যক্তির জন্য রোজা রাখার বিষয়ে জানতে চেয়েছেন কোহলি লাতিফ। অনুলিখনে ছিলেন মুন্সী আবদুল কাদির।
প্রশ্ন: জীবিত অবস্থায় অসুস্থ থাকাকালে যেমন কারো মাধ্যমে তার জন্য রোজা আদায় করা হয়, তেমন মৃতের জন্য কি তা করা যাবে?
উত্তর: না। জীবিত অবস্থায় কারো মাধ্যমে যে রোজা আদায় করা হয়ে থাকে, এটি বেদআত। এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং আপনি যে বক্তব্য দিয়েছেন, তা শুদ্ধ নয়।
কেউ কেউ মানুষের কাছ থেকে টাকা আদায় করার জন্য অথবা কারো সম্পদ আত্মসাৎ করার জন্য এই পদ্ধতি আবিষ্কার করেছেন যে, কারো বাবার জন্য সে ১০টি রোজা রেখে দেবে, বিনিময়ে সে ১০/১২ হাজার টাকা দাবি করে।
যাঁর রোজা তাঁকেই রাখতে হবে। তবে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন বা রোজা রাখতে সমস্যায় পড়েন, তাঁর জন্য ফিদিয়ার ব্যবস্থা রয়েছে।
রোজার কিছু পদ্ধতি রয়েছে। কেউ যদি রোজা রেখে মারা যান, তাহলে তাঁর ওয়ারিশগণ তাঁর পক্ষ থেকে সিয়াম পালন করতে পারবেন। এটিই শুধু হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। কারো পক্ষ থেকে অন্যভাবে রোজা রাখার বিষয়টি এভাবে অনুমোদিত নয়।
আরএম-১৮/০২/০৫ (ধর্ম ডেস্ক)