বিভিন্ন ধর্মে রোজা যেভাবে পালন করা হয়

বিভিন্ন ধর্মে রোজা

পবিত্র মাস রমজানসহ মুসলিমরা বিভিন্ন ধর্মীয় দিবসে রোজা রাখেন৷ তেমনি অন্যান্য ধর্মেও এমন উপবাসের বিধান আছে৷ ইসলাম ছাড়াও অন্যান্য কয়েকটি ধর্মে উপবাসের নানা ধরন দেখা যায়৷

ইসলাম ধর্ম

ইসলামে রমজান মাসের ২৯ বা ৩০ দিন (চাঁদ দেখা সাপেক্ষে) রোজা রাখেন মুসলিমরা৷ এছাড়াও পবিত্র শবে বরাত, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় দিবসে রোজা রাখেন৷ তাঁরা ফজর থেকে মাগরিব পর্যন্ত খাবার, পানীয় ও যৌনকর্ম থেকে নিজেদের বিরত রাখেন৷

ইহুদি ধর্ম

ইয়োম কিপ্পুর বা প্রায়শ্চিত্তের দিন হলো ইহুদি ধর্মের সবচেয়ে পবিত্র দিন৷ এদিন ২৫ ঘন্টা ধরে উপবাসে থাকেন ইহুদি ধর্মের অনুসারীরা৷ এছাড়া আরো ছয়দিন রোজা রাখার বিধান আছে ইহুদি ধর্মে৷

বৌদ্ধ ধর্ম

বৌদ্ধ ধর্মের সব সম্প্রদায়েই উপবাসের বিধান রয়েছে৷ মূলত পূর্ণিমার দিনগুলোতে ও অন্য ধর্মীয় দিনগুলোতে তাঁরা উপবাস করেন৷

খ্রিস্টান ধর্ম

অ্যাশ ওয়েনেসডে ও গুড ফ্রাইডে’তে রোজা রাখেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা৷ এছাড়া ইস্টার সানডে’র আগের দিন প্রায় ৪০ দিন তাঁরা শুক্রবারগুলোতে মাংস খাওয়া থেকে বিরত থাকেন৷

হিন্দু ধর্ম

বেদে বলা হয়েছে যে, চন্দ্রমাসের একাদশীর দিন পুরোটাই উপবাস করতে হবে৷ শুধু পানি পান করা যাবে৷ সে হিসেবে মাসে দু’বার এই উপবাসের রেওয়াজ আছে৷

মর্মন

খ্রিস্টীয় সংস্কারবাদী ল্যাটার ডে সেইন্ট ম্যুভমেন্টের সদস্যদের বলা হয় মর্মন৷ তাঁরা প্রতি মাসের প্রথম রোববার রোজা রাখেন৷

বাহা’ই

ইরান ও মধ্যপ্রাচ্যে বাহাউল্লাহ প্রতিষ্ঠিত ধর্ম বাহা-র অনুসারীরা তাঁদের পঞ্জিকার ১৯তম মাসে (২ থেকে ২০ মার্চ পর্যন্ত) রোজা রাখেন৷

ইয়াজিদি

মধ্যপ্রাচ্যে ইয়াজিদিরা ডিসেম্বর মাসে তিন দিন রোজা রাখেন৷

আরএম-০৭/০৫/০৫ (ধর্ম ডেস্ক, তথ্যসূত্র: ডয়চে ভেলে)