বিশ্বনবি রমজানে যে কাজগুলো বেশি করতেন

বিশ্বনবি রমজানে

আল্লাহর ভয় অর্জনের মাস রমজান। ধীরে ধীরে তাওকয়া অর্জনের এ মাস শেষ হয়ে আসছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ২ মাস আগে থেকেই রমজানের ইবাদত-বন্দেগির প্রস্তুতি গ্রহণ করতেন। আর রমজান মাস জুড়ে গুরুত্বপূর্ণ আমল ও ইবাদতে অতিবাহিত করতেন।

রহমত লাভ গোনাহ মাফ এবং জাহান্নামের আগুন থেকে মুক্তির মাস রমজান। এ মাসের অন্যতম ফজিলতপূর্ণ কাজ হলো ইফতারের জন্য অন্য রোজাদারকে দাওয়াত দেয়া, পরস্পরকে ইফতার বিতরণ করা। বিশেষ তা যদি হয় গরিব-অসহায়ের জন্য তবে তা হবে সর্বোত্তম কাজ। হাদিসে এসেছে-

‘যে অন্য রোজাদারকে ইফতার করাবে, বা ইফতারি বিতরণ করবে সেও তার সমান সওয়াব পাবে। এতে ইফতারকারীর সাওয়াব থেকে কিছুমাত্র কমানো হবে না।’

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উম্মতকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠার জন্য রমজান মাসব্যাপী ইবাদত বন্দেগি করতে গুরুত্বারোপ করেছেন। তিনি নিজে ইবাদত-বন্দেগিতে কাটিয়েছেন রমজান মাস। যা তাঁর উম্মতের জন্য সুমহান শিক্ষা।

আল্লাহর প্রিয় বান্দা হতে বিশ্বনবির শেখানো যে কাজগুলো করা জরুরি-

>> রমজানের আল্লাহর জিকির করা দিন-রাত অতিবাহিত করা।

>> বেশি বেশি কুরআনুল কারিম তেলাওয়াত ও তাফসির পড়া।

>> অসহায়, গরিব-দুঃখী মানুষকে ইফতার ও সাহরি করানো।

>> রমজান মাসজুড়ে বেশি বেশি দান-সাদকা করা।

>> বিগত জীবনের গোনাহ মাফে রমজানে রাতের (তারাবিহ) নামাজ পড়া।

>> বেশি বেশি তাওবা-ইসতেগফার করা।

>> আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীকে দান-সহযোগিতা করা।

>> অসুস্থ মানুষের সেবা ও সহযোগিতা করা।

>> পরিবার ও সমাজের লোকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা

>> আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা।

>> মুসলিম উম্মাহর কল্যাণ ও মাগফেরাত কামনা করা।

>> খেজুর দিয়ে সাহরি ও ইফতার করা। খেজুর পাওয়া না গেলে সাদা পানি পান করার মাধ্যমে তা আরম্ভ করা।

আরএম-১০/২২/০৫ (ধর্ম ডেস্ক)