বডি স্প্রে বা পারফিউম লাগালে কি নামাজ হবে?

বডি স্প্রে বা

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানটি জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

পবিত্র রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসার ষষ্ঠ পর্বে বডি স্প্রে বা পারফিউম লাগালে নামাজ হবে কি না, সে বিষয়ে শাহবাগ থেকে টেলিফোনে জানতে চেয়েছেন ইফতেখার আলম নামে একজন দর্শক।

প্রশ্ন: বডি স্প্রে বা পারফিউম লাগালে কি নামাজ হবে?

উত্তর: বডি স্প্রে বা পারফিউম লাগালে কোনো অসুবিধা নেই। এতে সালাতের কোনো অসুবিধা হবে না। এটি না জায়েজ কিছু নয়।

আরএম-০৬/০৯/০৬ (ধর্ম ডেস্ক)