খালি গায়ে অজু করলে অজু হবে?

খালি গায়ে অজু

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসার ষষ্ঠ পর্বে খালি গায়ে অজু করলে অজু হবে কি না,  সে বিষয়ে শাহবাগ থেকে টেলিফোনে জানতে চেয়েছেন ইফতেখার আলম। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন: খালি গায়ে অজু করলে অজু হবে?

উত্তর: খালি গায়ে অজু করলে অজু হবে যাবে। এতে অজু বিনষ্ট হওয়ার কোনো কারণ নেই। অজু ভঙ্গকারী বা অজুর জন্য ক্ষতিকর বা মাকরু বা অপছন্দনীয় কাজ এটি নয়। কেউ যদি খালি গায়ে অজু করে তাহলে তার অজু হয়ে যাবে কোনো সন্দেহ নেই। অজুর যে আরকান রয়েছে, সেগুলো যদি ঠিকমতো আদায় করে থাকেন তাহলে তার অজু হয়ে যাবে।

আরএম-১৪/১২/০৬ (ধর্ম ডেস্ক)