সকলের সঙ্গে মানিয়ে চলার কৌশলগুলো

সকলের সঙ্গে

ভিন্ন মানসিকতার মানুষের সঙ্গে মানিয়ে চলা যেন এক বিপদ। তাই বলে তো একা থাকা যায় না। ভিন্ন ভিন্ন রুচি শ্রেণি, মত ও বুদ্ধিমত্তার মানুষের সঙ্গে মিলেমিশে চলার মূল মন্ত্র হলো মানিয়ে চলা।

পৃথিবীতে মানিয়ে চলেনি বা মানিয়ে নেয়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এটা এক ধরনের সামাজিক বাস্তবতা যা সবাইকে মেনে নিতে হয়। তবে আমাদের মাঝে অনেকেই আছেন যারা মানিয়ে চলার মানসিকতা রাখেন না।

এর ফলের এই ধরনের মানুষ কারণে-অকারণে মানুষের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং এর ফলে মানুষের সঙ্গে অচিরেই সম্পর্ক নষ্ট হতে থাকে। জীবনকে উপভোগ করতে কাছের দূরের সকলের সঙ্গে মানিয়ে চলার মানসিকতা রাখুন।

করণীয়

সকলের পছন্দ-অপছন্দ ভিন্ন হবে। তাই অন্যের পছন্দকে প্রাধান্য দিন।

একেকজনের নীতিবোধ একেক রকম হবে এটা মেনে নিয়ে মিলেমিশে থাকতে হবে।

একটি বিষয়ে অন্যের সঙ্গে আপনার মতবিরোধ থাকতেই পারে। সেক্ষেত্রে আপনি বিনয়ের সঙ্গে আপনার যুক্তি উপস্থাপন করুন এবং তার মতকেও শ্রদ্ধা করুন।

মানুষের মন বুঝে কথা বলুন। হঠাৎ এমন কোনো কথা বলে ফেলবেন না যাতে অপর মানুষটি বিব্রতবোধ করে।

ভালো শ্রোতা হোন। অপর মানুষ কী বলছে তা গুরুত্ব সহকারে শুনুন।

আপনি সঠিক এই ধরনের মানসিকতা থেকে দূরে থাকুন।

নানা মুনির নানা মত। তাই বলে হতাশ হওয়া চলবে না। কৌশলের সঙ্গে বিষয়গুলো পরিচালনা করুন

আরএম-০৬/০৭/০৮ (লাইফস্টাইল ডেস্ক)