মানবজাতির প্রতি কোরআনের অমূল্য উপদেশ

মানবজাতির

মুমিন সত্য গ্রহণে দেরি করে না

ইরশাদ হয়েছে, ‘যখন তাদের কাছে তা পাঠ করা হয় তখন তারা বলে, আমরা এর প্রতি ঈমান আনলাম এবং এটা আমাদের প্রতিপালকের পক্ষ থেকে আগত সত্য। আমরা তো আগেও আত্মসমর্পণকারী ছিলাম।’ (সুরা : কাসাস, আয়াত : ৫৩)

ধৈর্যশীলদের জন্য দ্বিগুণ প্রতিদান

ইরশাদ হয়েছে, ‘তাদের দুইবার প্রতিদান দেওয়া হবে। কেননা তারা ধৈর্যশীল, তারা ভালোর দ্বারা মন্দের মোকাবেলা করে এবং আমি তাদের যে জীবিকা দিয়েছি তা থেকে তারা ব্যয় করে।’

(সুরা : কাসাস, আয়াত : ৫৪)

অর্থহীন কাজ পরিহার কর

ইরশাদ হয়েছে, ‘তারা যখন অর্থহীন বাক্য শোনে তারা তা উপেক্ষা করে এবং বলে, আমাদের কাজের ফল আমাদের এবং তোমাদের কাজের ফল তোমাদের। তোমাদের প্রতি সালাম। আমরা অজ্ঞদের সঙ্গ চাই না।’ (সুরা : কাসাস, আয়াত : ৫৫)

হেদায়েত মানুষের হাতে নয়

ইরশাদ হয়েছে, ‘আপনি যাকে ভালোবাসেন, ইচ্ছা করলেই তাকে সৎপথে আনতে পারবেন না। তবে আল্লাহ যাকে ইচ্ছে সৎপথে আনেন এবং তিনিই ভালো জানেন সৎপথ অনুসারীদের।’

(সুরা : কাসাস, আয়াত : ৫৬)

পরকালীন জীবনই স্থায়ী জীবন

ইরশাদ হয়েছে, ‘তোমারে যা দেওয়া হয়েছে তা তো পার্থিব জীবনের ভোগ ও শোভা এবং যা আল্লাহর কাছে আছে তা উত্তম ও স্থায়ী। তোমরা কি অনুধাবন করবে না?’ (সুরা : কাসাস, আয়াত : ৬০)

আরএম-২৬/১৪/০৩ (ধর্ম ডেস্ক)