সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে সুমন শীল (৩০) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত সুমন ওই গ্রামের মৃত নিমাই শীলের ছেলে। ৫ ভাই-বোনের মধ্যে সবার ছোট তিনি।
নিহতের ভাই পরিতোষ শীল জানান, প্রতিদিনের মতো তারা ৩ ভাই সকালে বাড়ি থেকে কাজে বের হন। সুমন ও আরেক ভাই খুকনী বাজারের সেলুনে কাজ করতেন। দুপুরে সুমন বাড়ি ফেরার পথে বাঁশবাড়িয়া নতুন পাড়ায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। তার গলা কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
তিনি বলেন, খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিতোষ শীল আরও বলেন, সুমনের কোন শত্রু ছিল না। তাকে এভাবে কেন হত্যা করা হলো জানি না। আমরা দোষীদের ফাঁসি চাই।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া বলেন, বিষয়টি জেনে সেখানে পুলিশ পাঠিয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
বিএ-১৪/০৪-১২ (উত্তরাঞ্চল ডেস্ক)