সিরাজগঞ্জে মোহন শেখ (৫৫) নামের এক ব্যক্তির ‘গুলিবিদ্ধ লাশ’ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেল স্টেশনের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, মোহন শেখ জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার নামে বিভিন্ন থানায় কমপক্ষে ১০টি মাদক মামলা রয়েছে
মোহন জেলা শহরের এক সময়ের ‘মাদকপল্লী’ হিসেবে খ্যাত মাহমুদপুর মহল্লার ২নং গলির মৃত হায়াত আলীর ছেলে বলে জানায় পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ স্থানীয়দের বরাদ দিয়ে জানান, একাধিক মাদক মামলার চিহ্নিত ও শীর্ষ আসামি মোহন এক মাস আগে জেল থেকে ছাড়া পান। জেল থেকে বের হয়ে আবারো মাদক ব্যবসায় জড়িত পড়েন তিনি। মাদক বিক্রির টাকার লেনদেন নিয়ে দ্বন্দ্বে নিজেদের মধ্যে গোলাগুলিতে মঙ্গলবার মারা যান মোহন।
মোহনের লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিএ-০৭/৩০-০৪ (উত্তরাঞ্চল ডেস্ক)