বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উল্লাপাড়া পৌর এলাকার নয়ানগঞ্জ বাজার সিংহগাঁতী মহল্লার বাচ্চু চন্দ্রের ছেলে মহাদেব (৩৫) ও একই এলাকার শহিদুল ইসলাম (৩৮)।
আহতরা হলেন- জয়নাল আবেদীন (৩৬), নন্দভদ্র (৩৩) ও অটোরিকশা চালক রমজান আলী (৪০)।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাদির হোসেন জানান, যাত্রীবাহী অটোরিকশাটি নবগ্রাম এলাকায় পৌঁছালে পেছন থেকে নগরবাড়ীগামী একটি মালবাহী ট্রাক সেটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান মহাদেব। আহত হন চালকসহ আরও তিন যাত্রী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এদের মধ্যে শহিদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নেয়ার পথে তিন মারা যার। নিহতদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএ-১৮/০১-০৫ (নিজস্ব প্রতিবেদক)