সিরাজগঞ্জে ভাতিজাদের লাঠির আঘাতে প্রাণ গেল চাচার

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভাতিজাদের লাঠির আঘাতে চাঁদ ফকির (৫০) নামে এক চাচা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

চাঁদ ফকির ওই গ্রামের মৃত মোকছেদ ফকিরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, চাঁদ ফকিরের সঙ্গে তার চাচাতো ভাই রশিদ ফকিরের জমিজমা নিয়ে বিরোধ ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় রশিদ ফকির ও তার ছেলেরা বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে গেলে চাঁদ ফকির, তার ভাই ও ছেলেরা বাঁধা দেয়।

এতে উভয়পক্ষের মধ্যে মারপিটের সময় ভাতিজাদের লাঠির আঘাতে চাঁদ ফকির ও ভাই আলম আহত হন। হাসপাতালে নেওয়ার পথে চাঁদের মৃত্যু হয়। মৃত্যুর খবরে চাঁদ ফকিরের ভাই ও ছেলেরা প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায় বলে জানা গেছে।

শাহজাদপুর থানার অফিসার-ইনচার্জ আতাউর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বড় ছেলে সুজন ফকির বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করেছেন।

তিনি জানান, পুলিশ দফায় দফায় অভিযান চালালেও কাউকে গ্রেফতার করতে পারেনি। লুটপাট, ভাংচুর ও সংঘর্ষ এড়াতে শুক্রবার রাত থেকেই ওই গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।

বিএ-০৪/০২-০৮ (উত্তরাঞ্চল ডেস্ক)