সিরাজগঞ্জে গৃহবধূর চুল কেটে দেয়া সেই আ’লীগ নেতা কারাগারে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহবধূর চুল কেটে দেয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা আবদুর রশিদকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে আত্মসমর্থন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ওই ঘটনায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আব্দুর রশিদ আজ সকালে উল্লাপাড়া আমলী আদালতে আত্মসমর্থন করেন।

গত ২৫ নভেম্বর উল্লাপাড়ার উধুনিয়ার গজাইল গ্রামে ২ সন্তানের জননীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ ও তার চার সহযোগী ওই গৃহবধূর চুল কেটে দেয়।

এ ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ঢাকা হাইকোর্টের একজন আইনজীবী আদালতের নজরে আনলে হাইকোর্ট বিষয়টি নিয়ে সিরাজগঞ্জের ডিসি, এসপি, ইউএনও ও উল্লাপাড়া মডেল থানার ওসির নিকট ঘটনার অগ্রগতির ব্যাখ্যা চান। এর পরেই পুলিশ ও স্থানীয় প্রশাসন নড়ে চড়ে বসে।

বিএ-০৯/১০-১২ (উত্তরাঞ্চল ডেস্ক)