বঙ্গবন্ধু রেলসেতুর ৪৭ শতাংশ নির্মাণ কাজ শেষ

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের সার্বিক অগ্রগতি ৪৭ শতাংশ বলে জানিয়েছেন প্রকল্পটির পরিচালক মাসুদ আল ফাত্তাহ। ঢাকা থেকে একদল সাংবাদিক বৃহস্পতিবার সংশ্লিষ্ট প্রকল্প পরিদর্শনে যান। এ সময় সাংবাদিকদের কাছে প্রকল্পের সার্বিক অগ্রগতি তুলে ধরেন তিনি।

মাসুদ আল-ফাত্তাহ বলেন, ৪.৮ কিলোমিটার দীর্ঘ রেলওয়ে সেতুর ৪৯টি স্প্যনের মধ্যে চারটির সুপার স্ট্রাকচারের কাজ শেষ হয়েছে। সেতুটির ৪৭ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। ফলে সেতুর কিছু অংশ এখন দৃশ্যমান।

তিনি জানান, পশ্চিমাংশে কাজের অগ্রগতি কিছুটা কম হলেও বর্তমানে তা এগিয়ে যাচ্ছে। প্রকল্পটি শেষ হওয়ার নির্ধারিত সময়সীমা ২০২৪ সালের আগস্ট এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক বলেন, বর্তমান বৈশ্বিক সমস্যা কাজের ক্ষেত্রে কোনো সংকট তৈরি করবে না। প্রকল্পটি জাইকার অর্থায়নে নির্মিত হচ্ছে।

প্রকল্প ব্যয় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা ধরা আছে। দুটি প্যাকেজে কাজ নির্মিত হচ্ছে। বর্তমানে ৫০টি পিলারের মধ্যে ৩৭টি পিলারের ড্রাইভিং কাজ সম্পন্ন হয়েছে এবং ৪৯টি স্প্যানের মধ্যে ১৮টি স্প্যান সাইটে চলে এসেছে।

এ পরিদর্শনের সময় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি এ. টি. এম. আনিসুর রহমান বুলবুলসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ-০৮/১০/২২ (উক্করাঞ্চল ডেস্ক)