এমপি হলে সবাই মিলেমিশে ভাগ করে খাবো’ একথা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বর্তমান এমপি আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভী।
শনিবার সাতকানিয়া উপজেলায় এক বর্ধিত সভায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত এই সংসদ সদস্য এ কথা বলেন।
আওয়ামী লীগের বর্ধিত সভায় এমপির এই প্রকাশ্য ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে।
ওই দিন নিজ বাড়ির উঠোনে অনুষ্ঠিত সভায় এমপি নদভী তার বক্তৃতায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের নির্দেশে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা খোরশেদ, হিরু ও কুতুবকে টাকা দিয়েছেন বলেও জানান।
বিএ-০৭/০৩-১২ (অনলাইন ডেস্ক)