শেষ দিনে প্রার্থীরা ফিরে পেলেন যারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের শেষ আপিলের শুনানি চলছে।

শনিবার সকাল ১০টায় ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ শুনানি শুরু করে নির্বাচন কমিশন।

শেষ দিনে প্রার্থিতা ফিরে পেলেন যারা তারা হলেন- চট্টগ্রাম-৮ এম মোরশেদ খান, জামালপুর-৩ নঈম জাহাঙ্গীর, নেত্রকোনা-১ আব্দুল কাঈয়ুম খান, ময়মনসিংহ-৬ চৌধুরী মুহাম্মদ ইসহাক, চট্টগ্রাম- ৯ মো. মোরশেদ সিদ্দিকী, চাঁদপুর-৪ জেড খান মো. রিয়াজউদ্দিন, ব্রাক্ষ্মণবাড়িয়া-২ মো. মহিউদ্দিন মোল্লা, চট্টগ্রাম-৫ মো. নাসির উদ্দিন, বান্দরবান পার্বত্য জেলা মামচিং,

ব্রাক্ষ্মণবাড়িয়া-৩ সৈয়দ মাহমুদুল হক, রাজশাহী-৫ মো. আবু বকর সিদ্দিক, রাজশাহী-৬ মো. আবু সাঈদ চাঁদ (বিএনপি), যশোর-৫ মো. ইবাদুল খালাসি, কুষ্টিয়া-৪ মো. তাছির উদ্দিন, ঝিনাইদহ-২ আবু তালেব সেলিম, যশোর-১ মো. সাজেদুর রহমান, যশোর-৪ লিটন মোল্লাহ, যশোর-৫ রবিউল ইসলাম,

চুয়াডাঙ্গা-১ মোছা. মেরিনা আক্তার, টাঙ্গাইল-১ ফকীর মাহবুব আনম স্বপন, ঢাকা-১৭ শওকত আজিজ, ঢাকা-১৯ মো. কাফিল উদ্দিন, খাগড়াছড়ি পাবর্ত্য জেলা নতুন কুমার চাকমা, চট্টগ্রাম-৫ মাসুদুল আলম বাবলু, এবং জয়পুরহাট- ১ আলেয়া বেগম।

এসএইচ-০৬/০৮/১২ (অনলাইন ডেস্ক)