বিএনপির প্রার্থীদের মামলা করার পরামর্শ

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল. (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছে বিএনপি। কিন্তু শুধু মুখে অনিয়মের অভিযোগ করলে তো কিছুই হবে না। তাই বিএনপির আদালতে মামলা করা উচিত।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিএনপি আদলতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটা ভালো। কেননা বিএনপি বারবার করে বলছে, নির্বাচনে অনিয়ম হয়েছে।

এভাবে মুখে অনিয়মের কথা বলে কোনো দাম নেই। আদালতে যদি তারা জাতীয় নির্বাচনে অনিয়ম হয়েছে এটা প্রমাণ করতে পারে, তখন আর মুখে বলতে হবে না। আবার মুখে বললেও তখন মুখের কথার দাম থাকবে।

তিনি বলেন, বিএনপি যে অভিযোগ তুলেছে, এই অভিযোগের ভিত্তিতে এখানে তাদের মামলা করার কথা। মামলায় লড়তে যে ধরনের প্রমাণ দরকার সে প্রমাণগুলো সব নির্বাচন কমিশনে রয়েছে। তারা চাইলে নির্বাচন কমিশন থেকে প্রমাণ সংগ্রহ করতে পারবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা করে বিএনপির কী লাভ হবে, না হবে, সে বিষয়ে এখনই বলা যাবে না। আদালতের রায়ের পরে সেটা বোঝা যাবে। বিএনপি যদি তাদের অভিযোগ আদালতে প্রমাণ করতে পারে তখন তারা ফল পাবে।

এসএইচ-০৭/১৪/১৯ (অনলাইন ডেস্ক, তথ্য সূত্র : আমাদের সময়.কম)