ঘূর্ণিঝড় ফণী ভারত অতিক্রম করে দেশে প্রথম আঘাত হানবে যশোর-কুষ্টিয়া এলাকায়। তবে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা অতিক্রম করার পর ঝড়টি কিছুটা হালকা হয়ে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে বাংলাদেশে প্রবেশ করবে।
দেশের প্রথম বেসরকারি আবহাওয়া সার্ভিস এমএআরএস ওয়েদার তাদের শুক্রবার সকালের আপডেটে এ তথ্য প্রকাশ করেছে।
এমএআরএস ওয়েদার জানিয়েছে, শনিবার দুপুরে ঝড়টি বাংলাদেশের কুষ্টিয়া-যশোরে আঘাত হানতে পারে।
এ ছাড়া এ মুহূর্তে ফণী খুবই শক্তিশালী সাইক্লোন রূপে ২১০ কিলোমিটার/ঘণ্টা বেগে ভারতের ওড়িষ্যার উপকূলীয় এলাকার খুব কাছাকাছি আঘাত হেনেছে।
শুক্রবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়ে ৫ তারিখ সকাল পর্যন্ত চলতে থাকবে থাকতে পারে মাঝে মাঝে বিরতি দিয়ে।
ফণীর আঘাতে সবচেয়ে বেশি আক্রন্ত হতে পারে এমন এলাকা গুলো হল- যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নড়াইল, ফরিদপুর, মেহেরপুর, সাতক্ষীরা, রাজবাড়ী, মানিকগঞ্জ, পাবনা, বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, খুলনা, গোপালগঞ্জ, ঢাকা, কিশোরগঞ্জ ও তার আশেপাশের এলাকা।
এমএআরএস দেশের প্রথম ও একমাত্র প্রতিষ্ঠান যারা বেসরকারিভাবে আবহাওয়া তথ্য সার্ভিস প্রদান করে থাকে। বিমান বাহিনী থেকে অবসর নেওয়া ছয় জন অভিজ্ঞ আবহাওয়া কর্মকর্তা এ প্রতিষ্ঠান শুরু করেছেন।
এসএইচ-০৭/০৩/১৯ (অনলাইন ডেস্ক)