মত প্রকাশের স্বাধীনতায় শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান অ্যামনেস্টির

বাংলাদেশ কর্তৃপক্ষকে জনগণের শান্তিপূর্ণ মতপ্রকাশের স্বাধীনতায় শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া ইউনিট।

বুধবার তারা টুইটারে এ বিষয়ে একটি বিবৃতি দিয়ে বলেছে, বহুল বিতর্কিত আইনের অধীনে বাংলাদেশে গ্রেফতার করা হয়েছে মানবাধিকারের পক্ষের এক ব্যক্তি, একজন কবি ও এক আইনজীবীকে। সাউথ এশিয়ান মনিটর।

কথা বলার কারণে কঠিন শাস্তির বিধান রয়েছে ওই আইনে। আইসিটি আইনের অধীনে প্রথম সারির দু’জন ব্যক্তিকে গ্রেপ্তারের পর এই টুইট করেছে অ্যামনেস্টি।

৫৭ ধারার অধীনে একটি মুলতবি মামলায় গ্রেপ্তার করা হয়েছে আইনজীবী ইমতিয়াজ মাহমুদকে। তাকে বুধবার ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠিয়েছে। তার জামিন আবেদন প্রত্যাখ্যান করেছে আদালত।

ইমতিয়াজের বিরুদ্ধে অভিযোগ, তিনি গুজব ছড়িয়েছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন ও পাহাড়ি এলাকায় বসবাসকারী বাঙালিদের নিয়ে ও আইনপ্রয়োগকারীদের নিয়ে ফেসবুকে বেশকিছু পোস্ট দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছেন।

অন্যদিকে সোমবার সুপরিচিত কবি হেনরী স্বপনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য মামলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে।

অজ্ঞাত ব্যক্তিরা তাকে হুমকি দিচ্ছিল বলে জীবনের প্রতি হুমকি থাকায় জেনারেল ডায়েরি করতে পুলিশের কাছে গিয়েছিলেন তিনি। কিন্তু পুলিশ তা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে।

এসএইচ-১০/১৭/১৯ (অনলাইন ডেস্ক)