অভিবাসী বন্দিশালাগুলো বিপদজনক

যুক্তরাষ্ট্রের সরকারি তদন্ত রিপোর্ট বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলির অভিবাসী বন্দিশালা গুলো বিপদজনকভাবে ভরে আছে।

টেক্সাসের রিওগ্রা- বন্দিশালার ছবিতে দেখা যায়, যেখানে ৪০ জন পুরুষের থাকার কথা সেখানে ৫১ জন নারীকে বন্দী করে রাখা হয়েছে। আর যেখানে ৪২ জন নারী থাকার কথা সেখানে ৭১ জন পুরুষ অভিবাসীকে আটকে রাখা হয়েছে। কোন কোন কারাকক্ষে শুধু দাঁড়ানোর মতো জায়গা রয়েছে। আর সেখানে পুরুষদের এক সপ্তাহ থাকতে হচ্ছে।

এ ধরনের একটি বন্দিশালার একজন ম্যানেজার জানান, পরিস্থিতি টাইম বোমার মতো। যে কোন সময়ে বিস্ফোরণ ঘটতে পারে।

মার্কিন ইনস্পেকটর জেনারেল অফিসের কর্মকর্তারা রিও গ্রান্ডে এলাকার ৭টি অভিবাসী বন্দিশালায় এ তদন্ত চালিয়েছেন। তিনি বলেন, ভিড় ও দীর্ঘ সময় আটক থাকার ফলে সরকারি কর্মকর্তা এবং বন্দীদের স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন ।

কারাগারগুলো পরিদর্শন করে তিনি দেখেছেন, শিশুদের সর্বোচ্চ ৭১ ঘণ্টা আটক রাখার নিয়ম থাকলেও ৩৩% শিশুকে তার চেয়েও বেশি সময় আটক রাখা হয়েছে। এ সময় তাদের গরম খাবার দেয়া হয়নি। তাদের জন্য গোসল করার পানি কিংবা পরিষ্কার পোশাক সরবরাহেরও ব্যবস্থাও নেই।

ইনস্পেকটারদের রিপোর্টে বলা হয়, বন্দিশালায় যাওয়ার পর আমাদের দেখে আটক অভিবাসীরা চিৎকার করতে থাকে। তারা কারাকক্ষের দরজা-জানালায় আঘাত করতে থাকে এবং আমাদের কাছে চিরকুট পাঠানোর চেষ্টা করে।

মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল বিভাগের হিসেব অনুযায়ী রিও গ্রান্ডে এলাকায় অভিবাসী সংখ্যা সবচেয়ে বেশি। এক বছরে এ এলাকা থেকে আড়াই লাখ অভিবাসীকে আটক করা হয়েছে।

এসএইচ-০৭/০৪/১৯ (অনলাইন ডেস্ক)