রাঙ্গা সকালে রাঙ্গাপরিদের নিয়ে যা বললেন চিত্রশিল্পি সোমা (ভিডিও)

পুব আকাশে সূর্যটা রাঙ্গা হয়ে উঠে। সময়ের ধারাবাহিকতায় ছড়াতে থাকে আলো। শুরু হয় নতুন দিনের। তবে এই দিনের পথ চলায় রবিকেও অনেক বাধা অতিক্রম করতে হয় পৃথিবীকে আলোকিত করার জন্য।

নীলাকাশে ঘুরে বেড়ানো কালো মেঘ কখনও তাকে আড়াল করে। আবার কখনও তুলার মত ভেসে বেড়ানো মেঘও ঢেকে দেয়। কিন্ত কতক্ষন।

একটা সময় সূর্য ঠিকই তার বিকিরন পৃথিবীতে ছড়িয়ে দেয় এবং পৌছে যায় পশ্চিম দিগন্তে। শেষ করে দিনের পর্ব।

তেমনি আমাদের সমাজে নারীরা এখনও তাদের চলার পথে নানান প্রতিবন্ধকতার মধ্যে পড়েন। আর এমন যুদ্ধকে মাড়িয়ে কেউ সূর্যের মত নিজ কক্ষ পথে ঘুরতে ঘুরতে মুল গন্তব্যে পৌছান। আবার কেউ কালো মেঘের আড়ালে পড়ে খেয় হারিয়ে ফেলেন। চুরমার হয়ে মনের মাঝে লুকিয়ে রাখা সকল স্বপ্নগুলো।

সম্প্রতি মাছরাঙ্গা টেলিভিশনে রাঙ্গা সকাল অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পি ও রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের শিক্ষক নারগিস পারভিন সোমা নিজের সফলতা আর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গিয়ে কেমন সমস্যার বেড়াজালে পড়েছিলেন তা শোনাতে গিয়ে বললেন চলার পথে নারীদের (রাঙ্গাপরিদের) কেমন বন্ধুর পথ পাড়ি দিতে হয় মুল লক্ষ্যে পৌছাতে।

এসএইচ-০১/২২/১৯