রাজাকারের তালিকা প্রকাশ

বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের সহায়তার জন্য গঠিত রাজাকার বাহিনীর সদস্যদের একটি তালিকা প্রকাশ করেছে সরকার।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই তালিকায় ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের নাম উল্লেখ করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এক সংবাদ সম্মেলনে বলেন, “এই তালিকা প্রস্তুত করা হয় নি, প্রকাশ করা হচ্ছে। ”

মন্ত্রী বলেন, সরকারের হেফাজতে যেসব দালিলিক প্রমাণ পাওয়া যাবে তাই প্রকাশ করা যায়।

“আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য পেয়েছি,” তিনি বলেন।

রোববার প্রথম পর্যায়ের তালিকা প্রকাশ করা হয়। পরে ক্রমান্বয়ে আরো তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

বিএনপি জামায়াত জোট সরকারের শাসনামলে রাজাকারদের অনেক রেকর্ড সরিয়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন হক।

মুক্তিযোদ্ধাদেরও একটি আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হবে বলে উল্লেখ করেন মি. হক। এই তালিকাটি প্রকাশ করা হবে আগামি বছরের ২৬শে মার্চ।

তালিকা তৈরির কাজ এখনো বাকি রয়েছে বলে জানানো হয়। মিস্টার হক অভিযোগ করেন, তালিকা তৈরি করতে গিয়ে যথাযথ সহযোগিতা তারা পাননি।

মন্ত্রী বলেন, “সেই সময় ১৯টা জেলা ছিল। জেলা প্রশাসকদের বলা হয়েছে ঐ সময়ে তাদের রেকর্ড রুমের তালিকা দিয়ে তাদের সহযোগিতা করার জন্য। দুঃখজনক হল সেই ভাবে আমরা সহযোগিতা পাইনি”।

“১৯৭১ সালের সব গেজেট আমরা চেয়েছি। তার সবগুলো দিতে পারেনি।”

মিটার হক অভিযোগ করেন, বিএনপি, জামায়াত ক্ষমতায় আসার পর তারা সুকৌশলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনেক রেকর্ড সরিয়ে ফেলেছে।

এসএইচ-০৫/১৫/১৯ (অনলাইন ডেস্ক, তথ্য সূত্র : বিবিসি)